চুরির সামগ্রী কেনার অভিযোগে গ্রেফতার স্বর্ন ব্যাবসায়ী।পুলিশ সুত্রে জানা গিয়েছে গত ১৮সেপ্টেম্বর রাতে শিলিগুড়ির মিলন মোরের বাসিন্দা তেজসি ডোমা তামাং এর বাড়ীতে চুরির ঘটনা ঘটে।

0
579

শিলিগুড়ি:-চুরির সামগ্রী কেনার অভিযোগে গ্রেফতার স্বর্ন ব্যাবসায়ী।পুলিশ সুত্রে জানা গিয়েছে গত ১৮সেপ্টেম্বর রাতে শিলিগুড়ির মিলন মোরের বাসিন্দা তেজসি ডোমা তামাং এর বাড়ীতে চুরির ঘটনা ঘটে।শিলিগুড়ির প্রধান নগর থানায় অভিযোগ করেন তেজসি।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তে নেমে বাড়ীর পরিচারিকা হেমা ওরাওকে গ্রেফতার করে পুলিশ।হেমাকে জিঞ্জাসাবাদ করে পুলিশ মাল বাজার থেকে চুরির সামগ্রী উদ্ধার করে।জানা গিয়েছে হেমা চুরির সামগ্রী গুলি মালবাজারের স্বর্ন ব্যাবসায়ী জয়দেব রায়এর কাছে ১৮হাজার টাকার বিনিময়ে বিক্রি করে।হেমার কাছ থেকে আট হাজার টাকা নগদ ও বেশ কিছু সামগ্রী উদ্ধার করে।চুরির সামগ্রী কেনার অপরাধে জয়দেব রায় কে গ্রেফতার করে পুলিশ।ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here