শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 22 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জল বসাক, মহিলা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপতা চক্রবর্তী। এছাড়াও বহু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের সংবর্ধনা সভায় রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, ও নবনির্বাচিত নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয় বুনিয়াদপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।
এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, বুনিয়াদপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে নবনির্বাচিত ও মনোনীত প্রতিনিধিদের সম্বর্ধনা দেওয়া হলো,সেখানেই এসেছি। আগামী দিনে যাচ্ছে মমতা ব্যানার্জীর উন্নয়নের ধারা বজায় থাকে সেই দিকটা মাথায় রেখেই সকলে একসঙ্গে কাজ করতে হবে। আগামী দিনে মমতা ব্যানার্জির হাত শক্ত করা যায় সেই দিকটা মাথায় রেখেই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

এ বিষয়ে টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় সরকার জানিয়েছেন, আমরা আজকে আমাদের জেলার নবনির্বাচিত ও মনোনীত প্রতিনিধিদের সম্বর্ধনা দেওয়া হল। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের পরে কিছু সংগঠনের আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন তনময় বাবু।