শীতল চক্রবর্তী ২০ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-পুরসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মনোবল বাড়াতে মহকুমা ভিত্তিক কর্মী সভা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্য্য কান্ত মিশ্র।সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে কর্মী সভারটির আয়োজন করা হয়।এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্য্য কান্ত মিশ্র কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন।
সূর্যকান্ত বাবু এদিন অভিযোগ করে বলেন কর্মসংস্থানের অনেক খামনি রয়েছে। ভোটের আগে আমাদের তৈরি হতে হবে।
এদিনের অনুষ্ঠানে সিপিএমের জেলা সম্পাদনা নারায়ন বিশ্বাস, সিপিএম নেতা নন্দদুলাল হাজরা, সিপিএম নেতা পার্থ সরকার অচিন্ত্য চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত।