পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২০ সেপ্টেম্বর––– মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করায় সিপিএমের রাজ্য সম্পাদকের রোষের মুখে অনিল বিশ্বাসের মেয়ে । বালুরঘাটে সংবাদমাধ্যমের সামনে অনিল বিশ্বাস ও তাঁর মেয়ে অজন্তা বিশ্বাসকে বেমালুম ভুলে গেলেন সূর্যকান্ত মিশ্র । যদিও পরবর্তীতে দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএমের সম্পাদক নারায়ণ বিশ্বাসের সহায়তায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি । এমন ঘটনায় সিপিএম রাজ্য সম্পাদককে জোর কটাক্ষ করেছে তৃণমূল।
উল্লেখ্য বেশকিছু দিন আগে একটি দৈনিক পত্রিকায় নিজের প্রবন্ধের মধ্যে দিয়ে একজন নারী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রসংশা করেন প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস । তিনি লিখেছিলেন, ‘এক অবিশ্বাস্য ঘটনা। আমি বাংলার নারী শক্তির কাছে মাথা নত করছি ।

একজন রাজনৈতিক নেত্রী হিসাবে সমগ্র বিশ্বের কাছে নজির গড়েছেন নিজের যোগ্যতায় । রাজনৈতিক ইতিহাসে বাঙালি নারী হিসাবে নিজেকে অন্যতম সেরা প্রমাণিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশস্ত করেছেন নারীদের জয়যাত্রা । তাঁর প্রবন্ধের মধ্য দিয়ে, তিনি জানান, কুর্নিশ জানাই সকল পথপ্রদর্শক সকল বাঙালি নারীদের । যারা প্রাক স্বাধীনতা পর্ব থেকে আজ পর্যন্ত রাজনীতিতে নারীর স্থান সুদৃঢ করার কাজ করেছেন । এবং নারী আন্দোলনকে সুদূর প্রসারী করে ইতিহাস রচনা করে চলেছেন………।
’ একইসাথে কন্যাশ্রী থেকে রুপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা নারীদের সমস্ত প্রকল্পেরও ভুয়সী প্রশংসা করেন তার প্রবন্ধে। আর যার পরেই অজন্তা বিশ্বাসকে প্রথমে শোকজ এবং তারপরে সাসপেন্ড করা হয় সিপিএমের তরফে । এদিন বালুরঘাটে জেলা সিপিএমের কার্যালয়ে সাংবাদিকদের তরফে সেই প্রশ্ন করা হলে সূর্যকান্ত মিশ্র চিনতে পারেননি প্রয়াত অনিল কন্যা ও তাঁর পরিবারকে। যাকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়েছে গোটা দক্ষিন দিনাজপুরে।
যদিও সুর্যকান্ত মিশ্রর এমন ভুলে যাওয়ার ব্যাপার নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য তৃণমূল নেতা গৌতম দাস। তিনি বলেন, যেহুতু অনিল বিশ্বাসের মেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ফেলেছেন তাই সুর্যবাবুর মনে হয়েছে এটা স্বীকার করলে পুরো দায় টা সিপিএমের উপর চেপে বসবে। একটা সময় সিপিএমের মাথা বলতে লোকে অনিল বিশ্বাসকেই চিনতেন। বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা আজকে অনিল বাবুর মেয়ে করেছে, কালকে সুর্যবাবুর পরিবারের লোকেরাও করবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।
এদিন প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সাধারণ সভায় যোগ দেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তারপর বালুরঘাটে জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি । তারপরেই বালুরঘাটে গুলমোহর অডিটরিয়ামে সাধারণ সভা অনুষ্ঠিত হয় । আগামী ২৭ তারিখের সভা ঘিরে এদিন বালুরঘাট শহরে কর্মীসমর্থকদের নিয়ে মিছিলও করেন রাজ্য সম্পাদক ।