কোচবিহার :- মাথাভাঙ্গা এক ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত তৃনমূল প্রধানের বিরুদ্ধে দলের ঝান্ডা লাগিয়ে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠল ।এই ঘটনায় ধীরেন বর্মন নামে ওই ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করলেন । এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে ভর্তি করে । ঘটনায় ধীরেন বর্মন অভিযোগ, তৎকালীন বাম আমলে এলাকার ভেস্ট জমি তাকে দিয়েছিলেন সেই জমিতেই তিনি চাষাবাদ করে এক ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করেছেন তিনি । এলাকার স্থানীয় প্রধান জোরপূর্বক সেই জমিতে ঝান্ডা লাগিয়ে সেই জমি দখল করার চেষ্টা করছেন আজকেও তার জমিতে ঝান্ডা লাগানো হয় ।এর ফলে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন।

তবে এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কমল কুমার অধিকারী জানান অন্যের জমি দখল করে আছেন এই ব্যক্তি তাই দলের পক্ষ থেকে সেই জমিতে ধান লাগানো হয়েছে । এলাকার দরিদ্র মানুষকে সেই জমি দান করা হবে সেই উদ্দেশ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন তিনি।