গঙ্গারামপুরে মহিম পাড়াতে ফুটবল খেলার আয়োজন করা হলো

0
491

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৮ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-আট টিমের ফুটবল খেলার আয়োজন করল এলাকার যুবকেরা।শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শিববাড়ি মহিম পাড়া এলাকার ফুটবল মাঠে ওই এলাকার যুবকদের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়।যে ফুটবল খেলার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় এছাড়াও সেখানে অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এলাকায় ফুটবল খেলার আয়োজন করায় খুশি গ্রামবাসীরা।

   গঙ্গারামপুর শিববাড়ি মহিমপাড়া এলাকার বিগত দিনেও বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছিলেন।শনিবার এলাকার নেতৃত্ব ও যুবকদের উদ্যোগে আট টিমের ফুটবল খেলার আয়োজন করেন।এদিন ফুটবলে লাঠি মেরে খেলার উদ্বোধন করে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার।এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,নিকোলাস হেমরম,সহ আরো অনেকেই।

উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে,জেলার বিভিন্ন এলাকা থেকে ফুটবল খেলায় অংশগ্রহণ করতে এসেছিলেন খেলিয়াররা।এদিনের ফুটবল খেলার প্রথম পুরস্কার দশ হাজার টাকা ও ট্রফি,দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা ও ট্রফি।

খেলাকে ঘিরে দর্শক হয়েছিল ভালোই।

   জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানিয়েছেন, ফুটবল খেলা গ্রামগঞ্জে হারিয়ে যেতে বসেছে। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

    জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়ত পিন্টু সরকার জানিয়েছেন, উদ্যোক্তারা এমন সময় যে খেলাধুলার আয়োজন করেছে এর ফলে ফুটবল খেলার প্রতি মানুষের ধারণা পাল্টে যাবে।

এদিন ফুটবল খেলা দেখতে মানুষজনেদের ভিড় হয়েছিল ব্যাপক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here