শিলিগুড়ি:-পঁচানব্বই লক্ষ টাকার সোনা সমেত দুইজনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।ধৃত দুজনের নাম মদন সন্ন্যাসী এবং পার্থ সন্ন্যাসী।ধৃত দুজনেই উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা।কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে ইন্দো মায়ানমার সীমান্ত দিয়ে এক কেজি নয়শো বিরানব্বই গ্রাম সোনা নিয়ে ওই দুই ব্যাক্তি সরাইঘাট এক্সপ্রেসে মালদা নিয়ে যাচ্ছিলো।কিন্তু গোয়েন্দাদের কাছে আগাম খবর থাকায় গতকাল তারা সরাইঘাট এক্সপ্রেসে অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে সোনা সমেত আটক করে।ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Home বাংলা উত্তর বাংলা পঁচানব্বই লক্ষ টাকার সোনা সমেত দুইজনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।