শিলিগুড়ি:-শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থেকে গ্রেফতার এক বাংলাদেশি যুবক।বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ধনিয়া মোড়ে অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।এরপর সেখানে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের নাম নয়ন আলি (২২)।সে বাংলাদেশের পঞ্চগড় জেলার দক্ষিন কাসিমগঞ্জ এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ধারালো অস্ত্র ও কয়েকটি বাংদেশি সিগারেট উদ্ধার হয়েছে।এবং ওই যুবক জিজ্ঞেসাবাদে জানায় যে গরু পাচারের উদ্দেশ্যে অবৈধ ভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তার পেরিয়ে এদেশে এসেছে।শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়।তবে কি ভাবে ওই যুবক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করল তা খতিয়ে দেখছেন পুলিশ।এর পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন।