শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর 9 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 4টি স্কুলের 350জন ছাত্র ছাত্রীদের মধ্য সবুজ সাথীর পকল্পের সাইকেল বিলি করা হল। বংশিহারি ব্লক প্রশাসন ও পঞ্চায়ের সমিতির তরফে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভায় কোটমোড় এলাকার কর্মতীর্থ ভবনে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমন অনুষ্টানের আয়োজন করা হয় ।এমন কাজ সব সময় করে যাবেন বলে জানিয়েছে বংশীহারী ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি।সাইকেল পেয়ে ছাত্র ছাত্রীরা সকালেই খুশী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের পাশের থাকায় অভিনন্দন জানিয়েছন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গুলির মধ্যে একটি হল সবুজ সাথী প্রকল্প।আর এই সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হল বংশিহারি ব্লকের তরফে চারটি স্কুলের 350 জন ছাত্রছাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার এই সাইকেল গুলি দেওয়া হয় বুনিয়াদপুর পৌরসভার কোট মোড় এলাকার কর্মতীর্থ ভবনে।স্কুল সূত্রে খবর , প্রত্যেক ছাত্রছাত্রীরা এতদিন 3 থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে সেই স্কুলে আসতে হয়। মুখ্যমন্ত্রী যেভাবে সাইকেল গুলি দিচ্ছে তার সরকারের মাধ্যমে তাতে প্রত্যেক ছাত্রছাত্রীর উৎসাহিত হয়ে স্কুলে যাচ্ছে এবং পড়াশোনা করতে যাতায়াতের সুবিধা হবে।

এদিন সবুজসাথী প্রকল্পের সাইকেল নিতে উপস্থিত হয়েছিল বুনিয়াদপুর হাইস্কুল , শিহলহাই স্কুল সহ আরও দুটি স্কুলের মোট 350 ছাত্র ছাত্রী । তাদের হাতে সাইকেল গুলো তুলে দেন বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা রায় ও সহ-সভাপতি গণেশ প্রসাদ সহ আরো অনেকেই।

বংশিহারি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন ,মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বংশিহারি ব্লকের চারটি স্কুলের প্রায় সাড়ে 350 জন ছাত্র ছাত্রীদের হতে সাইকেল বিতরণ করা হলো।আগামীতে এমন কাজ করা হবে। সবুজ সাথীর এই সাইকেল পাওয়া ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে যাতায়াতের ক্ষেত্রে।
সবুজ সাথী সাইকেল নিতে আসা এক ছাত্র সুমন্ত সরকার ও ছাত্রী সঙ্গীতা বর্মনেরা জানিয়েছে, সাইকেল দেওয়ার ফলে যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে পড়াশুনার ক্ষেত্রে। সঠিক সময়ে স্কুলে যেমন পৌঁছতে পারবে তেমনি সাইকেল পেয়ে তারা অনেক খুশি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।