পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ সেপ্টেম্বর––– সাতসকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুরের জাবারিপুর এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সুজিত পাহান (২০) ।
চিঙ্গিশপুর পঞ্চায়েতের গোসাইপুর এলাকার বাসিন্দা ছিল সে। এদিন গলায় গামছা জড়ানো অবস্থায় রাস্তার পাশের নয়নজুলি থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ । তবে খুন না আত্মহত্যা তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে এলাকায়।