জলপাইগুড়ি:- জাতীয় সড়ক থেকে বিদেশী প্রজাতির কুকুর ও বেড়াল ছানা উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পাহাড়পুর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় গত রাতে পাচারের আগেই উদ্ধার হয় ছানাগুলি। পঞ্জাব থেকে নাগাল্যান্ড পাচারের উদ্দেশ্যে এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। আটক করা হয়েছে একজনকে। তার কাছে বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি। ১৫ টি কুকুরছানা ও ৮ টি বিড়ালছানা উদ্ধার করা হয়েছে।

এরমধ্যে পার্সিয়ান ক্যাট যেমন রয়েছে তেমনি বেশ কয়েকটি প্রজাতির কুকুর, যেমন পাগ ,বিগল, গোল্ডেন রিট্রেভার ,ল্যাবরেডর, চি হুয়া প্রভৃতি। ধৃত পাঞ্জাবের বাসিন্দা হরজিন্দার সিং বলেন, এ বিষয়ে আমি কিছু বিস্তারিত বলতে পারব না। আমি শুধু গাড়ির চালক। এদিনই কুকুরগুলোকে একটি এনজিওর হাতে তুলে দেওয়া হয়। আদালতে বিচার চলা ও আইনি সিদ্ধান্ত পর্যন্ত সেগুলোর রক্ষণাবেক্ষণ এনজিওর সদস্যরাই করবেন।