গঙ্গারামপুর শহরে 18 নম্বর ওয়ার্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য, ক্ষোভ এলাকাবাসীদের

0
561

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 7 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-বাড়ির মালিক না থাকার সুযোগ নিয়ে প্রায় লক্ষাধিক টাকা ,সোনা চুরি করেছে চোরের দল বলে অভিযোগ উটেছে।মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পরেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভায় 18 নম্বর ওয়ার্ডে।পুলিশ সেখানে গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সকলেই।এমন ঘটনায় শোরগোল পরেছে এলাকাজুড়ে।

  পুলিশি সূত্রে জানা গিয়েছে , সোমবার বিকেলে গঙ্গারামপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগন্নাথ দাস জেলার বাইরে পরিবার নিয়ে ঘুরতে যান।সেই সুযোগেই তার বাড়ির সোমবার রাতে তিনটি ঘরের তিনটি লকার থেকে টাকা পয়সা ,সোনা সহ অন্যান্য জিনিস নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠেছে।বাড়ির পাঁচিল টপকে ঘরের তালা ভেঙে এমন চুরি করেছে বলে দাবি এলাকার প্রতিবেশীর।প্রতিবেশীরা ফোনে বাড়ির মালিকে বিষয়টি জানালে করুন গলায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে বলে দাবি করেন বাড়ির মালিক । 

চুরি হওয়া বাড়ির মালিকের ছেলে জয় দাস জানিয়েছেন,আমাদের সব শেষ করে দিয়েছে আমরা চাই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করুক। 

 অপর্ণা পাল এলাকার এক প্রতিবেশী জানিয়েছেন,মঙ্গলবার সকালে এমন ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেওয়া হয়।আমরা চাই পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে চুরির মাল উদ্ধার করুক।।

ঘটনার খবর পেতেই মঙ্গলবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।সাত সকালে এমন চুরির ঘটনায় শোরগোল পুরো এলাকায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here