শিলিগুড়ি:-তামিলনাড়ুর হাইজ্যাক হওয়া গাড়ি উদ্ধার ফুলবাড়িতে।ধৃত দুই।ফিল্মি কায়দায় হাইজ্যাক হওয়া গাড়ি উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ৩১শে আগস্ট তামিলনাড়ুর ব্যাঙ্গালুরু থেকে একটি বেসরকারি কম্পানির TN 85P3664 সিগারেট বোঝাই ট্রাক ভুবেনশ্বর যাওয়ার জন্য রওনা হয়।GPS সিস্টেম অকেজো ও নির্দিষ্ঠ সময়ে গন্থব্যস্থলে গাড়িটি না পৌঁছালে সন্দেহ বারে কম্পানির আধিকারিকদের।
এবার শুরু হয় গাড়িটির খোঁজ।গত ৪ই সেপ্টেম্বর তামিলনাড়ুর সেই গাড়িটির দেখা মেলে ফুলবাড়ি এলাকায়।চালক ও সহকারী চালক ফের গাড়িটি নিয়ে পালাবার চেষ্টা করলে প্রথমে কম্পানির এক সদস্য চলতি গাড়ির উপর চেপে বসে গাড়িটিকে থামিয়ে দেয়।দির্ঘ ধস্তাধস্তির পর দু জনকে ধরে ফেলতে সমর্থ হয় সে।পরবর্তিতে এনজেপি থানার পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে এবং হাইজ্যাক হওয়া গাড়িটি তাদের হেফাজতে নেয়।ধৃতরা হল রহিম মন্ডল ও সইদুল ইসলাম।

এরা দুই জনই আসামের বাসিন্দা।পুলিশ সুত্রে জানা গেছে,ধৃতরা দির্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত।তবে আশ্চর্য ব্যাপার হল,গাড়িতে থাকা বোঝাই সিগারেটের কোন হদিশ মেলেনি।ট্রাকে থাকা সিগারেট গুলি কোথায় গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ।সোমবার দৃত দুই জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে।
















