পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ সেপ্টেম্বর ––– যাত্রী তোলা নিয়ে টোটো এবং বাস চালকের মারামারিতে উত্তেজনা বালুরঘাটে । বাঁশ দিয়ে চলল মারপিট, মাথা ফাটলো খালাসির। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কামারপাড়া এলাকায়। ঘটনার পরেই অভি দাস নামে রক্তাক্ত ওই যুবককে ভর্তি করা হয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে । যদিও ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে । এদিকে বাস শ্রমিককে অন্যায়ভাবে মারধরের প্রতিবাদে বন্ধ করে দেওয়া দেওয়া হয় হিলি রুটের সমস্ত বাস পরিষেবা । পুরো ঘটনার জেরে কামারপাড়ার এক স্থানীয় টোটো চালকের নামে লিখিত অভিযোগ দায়ের বালুরঘাট থানায়। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খোকন সরকার নামে এক বাস শ্রমিক জানান, অন্যায়ভাবে তাদের এক সহকর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে টোটো চালক। অভিযুক্তের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ওই রুটের সমস্ত গাড়ি চলাচল বন্ধ রাখবেন।
আইএনটিটিইউসির জেলা সভাপতি রাকেশ শীল জানিয়েছেন, সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে আলোচনা করে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে । অভিযুক্ত টোটো চালকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাস শ্রমিকরা।