মেডিকেল রিপ্রেজেনটেটিভ ও ওষুধ কোম্পানীর ম্যানেজারকে মারধর বালুরঘাটে, থানায় লিখিত অভিযোগ দায়ের ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে

0
481

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ আগস্ট ——–  এক মেডিকেল রিপ্রেজেনটেটিভ ও ওষুধ কোম্পানির ম্যানেজারকে হেনস্তা ও মারধর করার অভিযোগ বালুরঘাটে। প্রতিবাদে বালুরঘাট থানায় অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী ও তার ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মেডিকেল রিপ্রেজেনটেটিভরা৷ শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। যদিও অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।


পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, শুক্রবার  সন্ধ্যায় বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড় এলাকার একটি ওষুধের দোকানে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ সুদীপ কুমার দেব ডাক্তার ভিজিট করতে যান৷ অভিযোগ, ডাক্তার ভিজিট হয়ে যাওয়ার পর ওই মেডিকেল রিপ্রেজেনটেটিভের মনে পড়ে তার একটি ব্যাগ ডাক্তারের চেম্বারেই রয়ে গেছে। সেটি আনতে গেলেই ওষুধের দোকানের মালিক ও তাঁর ছেলে তাদেরকে হেনস্থা করে এবং মারধর করে বলে অভিযোগ।  শুধুমাত্র মেডিকেল রিপ্রেজেনটেটিভ সুদীপ কুমার দেবকে নয় এক ওষুধ কোম্পানির ম্যানেজার ইন্দ্রজিৎ সিনহাকেও মারধর করে ওই ওষুধ ব্যবসায়ী এবং তার ছেলে বলেও অভিযোগ । ঘটনায় জখম হন মেডিকেল রিপ্রেজেনটেটিভ সুদীপ কুমার দেব। এরই প্রতিবাদে শনিবার সমস্ত মেডিকেল রিপ্রেজেনটেটিভ রা একত্রিত হয়ে বালুরঘাট থানায় অভিযোগ ওঠা ওষুধ ব্যবসায়ী ও তার ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি তাদেরকে যারা বিনা কারণে মারধর ও হেনস্থা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।


মেডিকেল রিপ্রেজেনটেটিভ দের পক্ষে ইন্দ্রনাথ শীল বলেন, ব্যাগ ছাড়া পড়ায় তা আনতে গিয়েই মারধর করা হয়েছে।


যদিও অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী রথীন্দ্রনাথ দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, কথা কাটাকাটি হয়েছিল তাদের সাথে। কিন্তু মারধরের কোন ঘটনা ঘটে নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here