পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৭ আগস্ট ––– স্কুল ছাত্রের সাইকেল চুরি করে পালাতে গিয়ে গণপ্রহার খেল এক ব্যক্তি । শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার কালিনগর এলাকার । ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। দেওয়া হয় গণপ্রহারও। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পরে এক সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় জনরোষ থেকে নিস্তার পান ওই সাইকেল চোর। পতিরাম এলাকার বাসিন্দা ওই সাইকেল চোরটি এদিন স্কুল ছাত্রের টিউশন পড়ার ব্যস্ততার সুযোগ নিয়ে তালা ভেঙে সাইকেল নিয়ে পালাতে উদ্যত হয়। যা নজরে পড়তেই চোর বলে চিৎকার শুরু করেন ওই স্কুল ছাত্রটি। এরপর বেশকিছুটা জমির আলপথ ছুটে গিয়ে ওই সাইকেল চোরকে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। দেওয়া হয় গনপ্রহার।

স্কুল ছাত্র রাহুল বর্মন জানিয়েছে, সাইকেলে তালা দিয়ে রেখেছিল সে । কাজ শেষে দেখে তার সাইকেল উধাও । তালা ভেঙ্গে তার সাইলেক নিয়ে যাওয়া হয় । বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা । দেওয়া হয় গণধোলাই ।