কোটি কোটি টাকা খরচ করে নিন্মমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। অধিকাংশ টাকাই আত্মসাৎ করা হচ্ছে।

0
539

হরিশ্চন্দ্রপুর;২৪আগস্ট: কোটি কোটি টাকা খরচ করে নিন্মমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। অধিকাংশ টাকাই আত্মসাৎ করা হচ্ছে। এই অভিযোগ তুলে মঙ্গলবার পথ অবরোধ করে চলে বিক্ষোভ। বন্ধ করে দেওয়া হল রাস্তা নির্মাণের কাজ। তিন ঘন্টা ধরে চলে বিক্ষোভ, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম-পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে। ৩০ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যায়ে এই গ্রামের ওপর দিয়ে তৈরি হচ্ছে রাজ্য সড়ক।

মূলত বাঁধের ওপর দিয়ে এই দীর্ঘ রাস্তা ভালুকা ঢালাই মোড় থেকে শুরু করে বিহার সীমান্ত দিল্লি দেওয়ানগঞ্জ পর্যন্ত যাবে। ২২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক। চাঁদপুর গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম-পঞ্চায়েতের মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল এই সড়কের। যে সড়ক সম্পুর্ন তৈরি হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। যোগাযোগ সহজ হবে বিহারের সঙ্গেও।

যেখানে ট্রেনে যেতে বাধ্য হতেন বেশির ভাগ মানুষ। এই সড়ক তৈরি হলে সড়ক পথে অনেক কম সময়ে বিহারে পৌঁছে যেতে পারবেন সকলে। কিন্তু রাজ্যের ৩০ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ করে এই রাস্তা নির্মাণের কাজ শুরু করলেও নির্ধারিত সিডিউল না মেনে খুব নিন্ম মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। যে সড়ক তৈরির অল্প দিনের মধ্যেই ভেঙে চুরে যাবে। আর বন্যা বিদ্ধস্ত এই সব গ্রামে যে পথে চলা অসম্ভব। চাঁদপুরে বহু মানুষ নিন্মমানের কাজ করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে বিক্ষোভে নামে। বন্ধ করে দেওয়া হয় রাস্তা তৈরির কাজ।

যদিও ঠিকাদার স্বংস্থার ইঞ্জিনিয়ার এই অভিযোগ মেনে নেন নি। অন্যদিকে সার্বিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহানন্দা বাঁধ প্রকল্পের আধিকারিক। এদিকে এই রাস্তা ও বিক্ষোভ ঘিরে রাজনীতির ময়দান সর-গরম হয়ে উঠেছে।

তৃণমূলের সরকার কাটমানির সরকার বলে অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে বিজেপি।

অন্যদিকে, তৃণমূল রাস্তা নির্মাণের ক্ষেত্রে নিন্মমানের কাজের বিষয়টি সম্পুর্ন অস্বীকার না করলেও বিজেপির সমালোচনা করতে পিছপা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here