কোচবিহার :- দিনে দুপুরে বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে।কুড়ুল হাতে নিয়ে তুফানগঞ্জ থানায় আত্মসমর্পণ দেওরের।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের আন্দরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা যায় , এদিন তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ীর বাসিন্দা জয়ন্ত বর্মনের স্ত্রী জয়ন্তী বর্মন কে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তার দেওয়র জয়কান্ত বর্মনের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ছুটে আসেন তার স্বামী।মৃত স্ত্রীকে দেখে অচৈতন্য হয়ে পড়েন তিনি । বর্তমানে তিনি তুফানগঞ্জের মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কি কারণে খুন সে বিষয়টি খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।