পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২ আগষ্ট— অমৃত বাউল লোকগান প্রসার সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বালুরঘাটে। রবিবার শহরের সূবর্ণা হলে অনুষ্ঠানের আয়োজন হয়। জেলা তথ্য সংস্কৃতিক দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী নিজে প্রথম রক্ত দিয়ে কর্মসূচির সূচনা করেন। যেখানে উপস্থিত ছিলেন অনান্য বিশিষ্ট জনেরাও।

সংগঠনের তরফে অখিল গোসাই জানিয়েছেন, জেলা হাসপাতালে রক্ত সংকট দূর করতে তাদের এই উদ্যোগ। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকের মাধ্যমে প্রায় একশো জন বাউল শিল্পী রক্তদান করেছেন এদিনের এই অনুষ্ঠানে।