বাল্যবিবাহ ও নারীপাচার রোধের দৃঢ প্রতিজ্ঞা নিয়ে হিলিতে সাড়ম্বরে পালিত অষ্টম কন্যাশ্রী দিবস

0
492

বাল্যবিবাহ ও নারীপাচার রোধের দৃঢ প্রতিজ্ঞা নিয়ে হিলিতে সাড়ম্বরে পালিত অষ্টম কন্যাশ্রী দিবস, প্ল্যাকার্ড ফেস্টুন হাতে র‍্যালি শিশু কন্যাদের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪ আগস্ট ––– বাল্যবিবাহ ও নারীপাচার রোধের দৃঢ প্রতিজ্ঞা নিয়ে সীমান্ত শহরে সাড়ম্বরে পালিত অষ্টম কন্যাশ্রী দিবস। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও উজ্জীবন সোসাইটির ব্যবস্থাপনায় হিলি ব্লকের তিওড় কিষাণ মান্ডিতে অনুষ্ঠানের আয়োজন হয় । কোভিড বিধি মেনে স্থানীয় কন্যা শিশুদের নিয়ে একটি ছোট্ট পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি । প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে র‍্যালির পাশাপাশি কন্যা শিশুদের দিয়ে ছড়া আবৃত্তি এবং নৃত্য প্রদর্শন হয় এদিনের ওই অনুষ্ঠানে। কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য এবং কার্যকারিতা নিয়ে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সদস্য সূরজ দাশ। যেখানে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির অনান্য সদদ্যরাও।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস বলেন, মেয়েদের স্কুল মুখী করাই কন্যাশ্রীর মুখ্য উদ্দেশ্য। এদিনের এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সীমান্ত এলাকায় বাল্যবিবাহ  ও নারীপাচার রোধের দৃঢ প্রতিজ্ঞা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here