পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ আগষ্ট ———– পার্কিং সঠিক জায়গায় না করায় বাস চালককে মারধর ও গাড়ির কাচ ভেঙে দেবার অভিযোগ এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। প্রতিবাদে হিলি-বালুরঘাট রুটের বাস বন্ধ করে বিক্ষোভ বাস চালক ও খালাসিদের। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে। আহত বাস চালক বিষনুপদ সাহার অভিযোগ, তিওড় এলাকায় যত্রতত্র পার্কিং টোটো ও অটোর। যার কারনে বাসটি রাস্তার ধারে দাড় করাতেই হিমাংশু রায় নামে এক পুলিশ কর্মী লাঠি নিয়ে এসে তার গাড়ির কাচ ভেঙে দেয়। প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করা হয় তাকেও। এরপরেই বালুরঘাটে ছুটে এসে সংগঠন ও অনান্য সহকর্মীদের বিষয়টি জানাতেই উত্তেজিত হয়ে ওঠে বাসস্ট্যান্ড চত্বর। বন্ধ করে দেওয়া হয় হিলির রুটের বাস চলাচলও।

আহত কর্মী বিষনুপদ সাহা বলেন, বিনা অপরাধে তাকে মারধর করা হয়েছে ও গাড়ি ভাঙচুর করেছে ওই পুলিশ কর্মী। ঘটনার বিচার না হওয়া অবধি তারা গাড়ি চলাচল বন্ধ রাখবেন।

অসীম মহন্ত নামে অপর এক বাসকর্মী বলেন, যেকোনো কাজেই তাদের মারধর করা হয়। ওই পুলিশ কর্মী হিমাংশু রায়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা গাড়ি চলাচল বন্ধ রাখবেন হিলি রুটে।

বালুরঘাট বাসস্ট্যান্ডের তৃণমূল শ্রমিক সংগঠনের ট্রেকার ও ম্যাক্সি এসোসিয়েশনের সম্পাদক সন্দীপ মহন্ত বলেন, অন্যায়ভাবে তাদের এক চালককে মারধর করা হয়েছে। ঘটনার প্রতিবাদে সকলে আলোচনা করে হিলির রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।