বিপ্লব মিত্রের উপস্থিতিতে সুষ্ঠভাবে স্থায়ী সমিতি গঠন হল দক্ষিন দিনাজপুর জেলাপরিষদে, অনুপস্থিত থাকলেন বিজেপি সদস্যরা

0
906

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১১ আগস্ট –––  সমস্ত জল্পনার অবসান। মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে সুষ্ঠভাবে সম্পন্ন হল দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া। নিয়মানুসারে মিটিং এ উপস্থিত হতে না পারলেও, নিজে জেলা পরিষদে বসে থেকেই স্থায়ী সমিতি গঠনের মনিটরিং করলেন বিপ্লব মিত্র। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তিনটি স্থায়ী সমিতি গঠন অত্যন্ত সুকৌশলে করেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী । নিজেদের মধ্যে যেকোনো প্রকার অর্ন্তকলহ এড়াতে প্রথম থেকে শেষ অবধি জেলা পরিষদে কড়া নজরদারি রাখেন মন্ত্রী। জেলা পরিষদের সদস্য, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হলেও বিজেপির কোন সদস্যকে এদিন উপস্থিত হতে দেখা যায় নি। যদিও বিজেপির দাবি, তাদের এব্যাপারে কিছুই জানানো হয়নি। 

দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের পুর্ত, কৃষি ও মৎস্য দপ্তরের স্থায়ী সমিতিতে দীর্ঘদিন যাবত কোন সদস্য ছিল না। তার কারণ বছর দুয়েক আগে সেই সদস্যরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। তখন থেকেই ফাকা ছিল পদগুলি। এদিন জেলা প্রশাসনের হস্তক্ষেপে তিনটি স্থায়ী সমিতি গঠনের বৈঠক অনুষ্ঠিত  হয় । পঞ্চায়েত দপ্তরের আধিকারিক গোবিন্দ দত্তের উপস্থিতিতে এদিন আরও তিনটি স্থায়ী সমিতির সদস্যদেরও নির্বাচিত করা হয়েছে । জেলা পরিষদের ৩৩ জন সদস্যের মধ্যে সভাধিপতি লিপিকা রায়, সহকারি সভাধিপতি ললিতা টিগ্‌গা সহ মোট ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন । যাদের সর্ব সন্মতিক্রমে স্বল্প সময়ের ওই বৈঠকে মৎস্য, কৃষি ও পুর্ত দপ্তরের স্থায়ী সমিতি গঠন হয়। তবে এই স্থায়ী সমিতি গঠন  নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা করে আগে থেকেই জেলা পরিষদ চত্বরে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মীকে। যদিও সেইসব অন্তদ্বন্দ্বের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে অত্যন্ত সুকৌশলে ও দক্ষতার সাথে জেলা পরিষদে বসে থেকে সুষ্ঠ ভাবে স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিপ্লব মিত্র । 

তিনি জানিয়েছেন, তিনটি স্থায়ী সমিতি সর্বাত্মক ভাবে গঠিত হয়েছে। অর্ন্তদ্বন্দ্বের কোন ব্যাপার নেই। সকলে একত্রিতভাবে দলের নির্দেশ মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া। 

পঞ্চায়েত দপ্তরের আধিকারিক গোবিন্দ দত্ত বলেন, তিনটি স্থায়ী সমিতির দুজন করে এবং আরো তিনটি স্থায়ী সমিতির একজন করে মোট নয়জনের নাম সর্বসন্মতিক্রমে পাশ হয়েছে। পরবর্তীতে নিয়ম মেনে কর্মাধ্যক্ষ নির্বাচত হবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here