গঙ্গারামপুর পৌরসভার 9নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী গোয়ালঘাঁড়ি এলাকায় পূর্ণভবা নদীবাঁধ ভাঙ্গনের কাজ ক্ষতিয়ে দেখতে গেলেন পুসভার চেয়ারপার্সন

0
437

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১আগষ্ট দক্ষিণ দিনাজপুরঃ-পূর্ণভবা নদী বাঁধের কাজ ক্ষতিয়ে দেখতে গেলেন পুসভার চেয়ারপার্সন।সোমবার দুপুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র। কিছুদিন আগে গঙ্গারামপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী গোয়ালঘাঁড়ি এলাকায় পূর্ণভবা নদীবাঁধ ভাঙ্গনের বিষয়টি জানতে পেরে এলাকায় গিয়ে দ্রুত কাজ করার কথা দিয়েছেন গ্রামবাসীদের। তিনি উদ্যাগ নিয়ে কাজও শুরু করে দিয়েছিলেন।সোমবার সেই বাঁধের কাজ কেমন চলছে তা তিনি ক্ষতিয়ে দেখেন প্রশান্তবাবু৷পরে তিনি জানিয়েছেন,মানুষজনদের দেওয়া কথা রাখতে পেরে তিনি খুশি।সেই সঙ্গে কাজ কেমন চলছে তাঁর খোঁজ খবর নিলেন তিনি৷


বেশ কয়েকদিন আগে গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র খবর প্রায় যে,9নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী গোয়ালঘাঁড়ি এলাকায় পূর্ণভবা নদীবাঁধ ভাঙ্গন ধরেছে।সেই খবর পাওয়া মাত্রই বেশ কিছুদিন আগে তিনি খোঁজ খবর নিয়ে আসেন। পরে জেলা প্রশাসনে বিষয়ে জানিয়ে দ্রুত সেই ৯নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী গোয়ালঘাঁড়ি এলাকায় পূর্ণভবা নদীবাঁধ ভাঙ্গন ধরার এলাকা সারাই করার জন্য ব্যবস্থা করেন।প্রশান্তবাবুর তৎপরতায় জেলা প্রশাসন দ্রুত সেই কাজ করার জন্য উদ্যাগ নেন।সোমবার সেই কাজ কেমন চলছে তাঁর কাজের খোঁজ খবর নিতে ছুটে যান চেয়ারপার্সন প্রশান্ত মিত্র৷

পরে চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানান,মানুষজনদের দেওয়া কথা রাখতে পেরে তিনি খুশি।সেই সঙ্গে কাজ কেমন চলছে তাঁর খোঁজ খবর নিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here