তপনে বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন গঙ্গারামপুর এর বিধায়ক, কথা বললেন প্রশাসনের সঙ্গে। খুশি হয়েছে এলাকাবাসী

0
544

শীতল চক্রবর্ত্তী ,তপন ,7অগাষ্ট, দক্ষিণ দিনাজপুর :-নিজের বিধানসভার দুটি পৃথক এলাকার বেহাল রাস্তা পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।শনিবার দলীয় নেতৃত্বদের নিয়ে বিধায়ক রাস্তা পরিদর্শনে বেরিয়ে পড়েন গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপন ব্লকের ৩ নম্বর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের খিরট্টা এলাকায় এবং ২ নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের ভূতপাড়া এলাকায়।ওই এলাকার বেহাল রাস্তাগুলি পরিদর্শন করার পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা শোনেন বিধায়ক এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।এমন উদ্যোগে খুশি হয়েছেন এলাকাবাসীরা।  জানা যায় তপন ব্লকের ৩ নম্বর হযরতপুর গ্রাম পঞ্চায়েতের খিরট্টা এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে‌ যে রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।   পাশাপাশি তপন ব্লকের ২ নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের ভূতপাড়ার রাস্তার একধারের অংশ নয়ানজুলির দিকে ভেঙে রয়েছে দীর্ঘদিন ধরে।ওই রাস্তা দিয়েও যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।


খবর পেয়ে এদিন ওই সমস্ত এলাকা পরিদর্শন করে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেডপি-১৩ মণ্ডল সভাপতি অপূর্ব সরকার সহ অন্যান্যরা।বিজেপি জিতবে 13 মন্ডলের সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন,বিধায়ক আশ্বাস দিলেন এবং প্রশাসনের সঙ্গে কথা বলেন অবশ্যই এই সমস্যা সমাধান করবেন বলে আশা রয়েছে।বিধায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here