শীতল চক্রবর্তী ,তপন, 7আগস্ট, দক্ষিণ দিনাজপুর:-পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার মহিলাদের।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৩ নম্বর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বাঘইট এলাকায়। এলাকাবাসীর অভিযোগ বারবার বলার পরেও সমস্যার সমাধান না হয় এমন আন্দোলনে নামা হয়েছে। ওরে পুলিশ ও ব্লক প্রশাসনের তরফে আশ্বাস পেলে দীর্ঘ সময় পর অবরোধ তুলে দেন এলাকাবাসীরা।
শনিবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দা বিশেষ করে মহিলারা বাঘইটে,তপন-দাড়ালহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।শিক্ষক তথা স্থানীয় বাসিন্দা মকসেদ আহম্মেদ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের পাইপ লাইন খারাপ থাকার কারণে ট্যাপের পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে।পাশাপাশি সাময়িকভাবে ওই এলাকার জন্য পানীয় জলের যে ট্যাঙ্কটি দেওয়া হয়েছিল সেটিও কিছুদিন যাবত ছিলনা এলাকায়।ফলে পানীয় জলের চরম সমস্যা দেখা দেখায় এলাকায়।তাই ঘটনার প্রতিবাদে অবিলম্বে সমস্যা সমাধানের দাবিতে এদিন তপনের বাঘইটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা।
এদিকে অবরোধের জেরে কিছুক্ষণের জন্য আটকে পড়ে নিত্যযাত্রী সহ অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ প্রশাসন।অবশেষে প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন এলাকাবাসী। পাশাপাশি প্রশাসনের তরফে এদিনই এলাকায় একটি পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।