কোচবিহার:-
স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কার্যালয় ভ্যাকসিন দেওয়ার অভিযোগে তুলে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। তুফানগঞ্জ বিধানসভার বাকলা এলাকার ঘটনা ।এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বাকলা বাজার থেকে তুফানগঞ্জ শহরে যাওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক । ঘটনার খবর পেয়ে ছুটে আসে বক্সিরহাট থানার পুলিশ ।অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোয়ালে চেষ্টা করে। তৃনমূল কংগ্রেস বিরুদ্ধে ওঠা অভিযোগে অস্বিকার করেছে তৃনমূল নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান ।

তৃণমূল কার্যালয়ে করোনার ভ্যাকসিন দেওয়ার এক ভিডিও সোশ্যালমিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। এরপর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।যার প্রতিবাদ এই পথ অবরোধের নামে যে বিজেপি ।অভিযোগ তুফানগঞ্জ ২নম্বর ব্লকের বাকলা এলাকার একটি তৃণমূল কার্যালয়ের ভেতরে স্বাস্থ্য কর্মীরা করোনার টিকা দিচ্ছেন সকলকেই। স্থানীয়দের অভিযোগ যে করোনার টিকা দিতে যেতে হয় কোনো স্বাস্থকেন্দ্র অথবা, গ্রাম পঞ্চায়েত অফিস এবং হাসপাতালে ।তবে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেলো তুফানগঞ্জ বিধানসভার বাকলা এলাকায়। রীতিমতোন ভিডিও দেখা যাচ্ছে এক যুবক স্বাস্থ্য কর্মীদের জিজ্ঞাসা করছেন যে তাড়া কোথায় টিকা দিচ্ছেন আর স্বাস্থ্য কর্মীরা রীতিমতোন স্বীকার করেছেন দেখা যাচ্ছে তৃণমূল কার্যালয়েই করোনার টিকা দিয়েছেন তারা । এই ঘটনার পরই শুক্রবার বাকলা বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা।