পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৪ আগস্ট ––– ভ্যাকসিন নিয়ে ফের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল বালুরঘাটে । ৩০০ ভ্যাকসিনের মধ্যে একশো দিতেই গড়িমসি করার অভিযোগ। প্রতিবাদে তুমুল বিক্ষোভ সাধারণ মানুষের। বুধবার শহরের স্টেডিয়ামে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপভোক্তারা । বাধ্য হয়ে ভ্যাকসিন সেন্টারে তালা মেরে দেন কর্তৃপক্ষ । ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ । পুলিশি আশ্বাসে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি ।
জানাগেছে, বালুরঘাট শহরের স্টেডিয়ামের ওই ভ্যাকসিন কেন্দ্র থেকে প্রায় ৩০০ টি ডোজ দেওয়ার কথা রয়েছে। যে খবর পেতেই সকাল থেকে বিরাট লাইন পড়ে সাধারণ মানুষের। কিন্তু সন্ধ্যে গড়ালেও সেই সংখ্যা একশো অতিক্রান্ত না করায় ক্ষোভে ফেটে পড়েন দূর দুরান্ত থেকে আসা মানুষজন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকবার পরেও কেন তাদের ভ্যাক্সিন দেওয়া হবে না এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকায়। যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও পরে পুলিশ পৌঁছে লাইন করে প্রায় ১২৩ জনের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সম্পন্ন করে।
রুমা দে, আরতি রায় ও অজয় সিংহরা বলেন, দীর্ঘদিন কয়েকদিন ধরে লাইন দিয়েও ভ্যাক্সিন পাচ্ছেন না। সকাল থেকে লাইনে দাড়াবার পরেও তাদের ভ্যাক্সিন দেওয়া হচ্ছে না। ভ্যাক্সিন প্রচুর থাকলেও এখানকার কর্মীদের ঢিলেমিপনায় তারা ভ্যাক্সিন পাননি। আর যে কারনেই তারা বিক্ষোভ দেখিয়েছেন।