পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩ আগস্ট ––– জনসাধারণের হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । ঘরে বসেই হেল্পলাইন নম্বরে হোয়াটস্অ্যাপ করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন সকলে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম এবং ডি.এস.পি সদর সোমনাথ ঝা।
জেলা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই এই পরিষেবা কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া-তে চালু রয়েছে। এবারে সেই সমস্ত জেলার কায়দাতে দক্ষিণ দিনাজপুর জেলায়ও ওই একই পরিষেবা চালু করা হল । পুলিশ সুপার জানিয়েছেন তারা মোবাইল হারিয়ে যাওয়া মানুষদের ডাটাবেস তৈরী করতে চাইছেন। কেউ চাইলে আগের মত থানায় গিয়েও মোবাইল হারানোর অভিযোগ জমা করতে পারবেন। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেতে পুলিশের নেওয়া এমন উদ্যোগ কে সাদুবাদ জানিয়েছেন শহরের মানুষেরা।

জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, ৮৫০৯৪৫৪৬৭৩ নম্বরে বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই সাধারণ মানুষরা মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করতে পারবেন।





















