জমিতে চাষ করতে গিয়ে ট্রাকটার পাল্টি খেয়ে মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত কুসকারি রসুলপুর এলাকায়।
বংশীহারী: পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম রবীনাথ টুডু, বয়স 23। মৃত ওই ব্যক্তির বাড়ি ভিকাহার হাটদিগি এলাকায়। গতকাল রাত্রে মাঠের জমি চাষ করছিল ট্রাক্টর দিয়ে। চাষ করতে করতে ট্রাক্টরটি ফেঁসে যায়। সেই ট্রাক্টরটিকে তোলার জন্য সব রকম ব্যবস্থার পরও ট্রাক্টরটি না ওঠায় কারণে অন্য আরেকটি ট্রাক্টর ডাকা হয় এই ফেঁসে যাওয়া ট্রাকটার টিকে তোলার জন্য।
ফেঁসে যাওয়া ট্রাক্টরটি ড্রাইভার উঠানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যাই। ড্রাইভার ট্রাক্টর এর নিচে চাপা পড়ে। সেখান থেকে ড্রাইভার টিকে ভিড় করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। রশিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বংশীহারী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে দেয়।
এ বিষয়ে মৃতব্যক্তির আত্মীয় মিঠুন হাসদা জানিয়েছেন, মাঠে চাষ করতে গিয়ে ট্রাক্টরটি ফেসে যায়, সেই তারাটিকে ওঠানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টর টিপালটি খেয়ে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় ড্রাইভার । রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তাকে মৃত বলে ঘোষণা করে।