পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ আগস্ট ––– পেগাসাস কান্ড এবং ত্রিপুরাতে অভিষেক বন্দোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে যুব তৃণমূলের তুমুল বিক্ষোভ বালুরঘাটে । সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে জেলা যুব তৃনমুল কংগ্রেস নেতৃত্বরা । এদিন দুপুরে জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারের নেতৃত্বে শহরের মিউজিউমের সামনে এই অবস্থান বিক্ষোভ প্রদর্শনে বসেন যুব তৃনমুলের সদস্য সমর্থকেরা। যেখানে তৃণমূল নেতা শেখর দাশগুপ্ত, সুভাষ চাকী ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ও যুব নেতৃত্বরা। সংসদে পেগাসাস নিয়ে মোদী সরকারের জবাবদেহী চাওয়ার পাশাপাশি তাদের দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জীর উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হামলার প্রতিবাদে সোচ্চার হন যুব তৃনমুলের বিক্ষোভকারিরা ।

যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার বলেন, বাংলার মাটিতে ক্ষমতা দখল করতে সামনের দরজা দিয়ে বিজেপি আসতে না পারায় পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে। ত্রিপুরাতে আমাদের নেতৃত্বের উপর যেভাবে অত্যাচার চলছে গনতন্ত্র কে হত্যা করবার যেভাবে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ।