উত্তর দিনাজপুর:-শুধুমাত্র জি এস টি প্রদান করে একেবারে বিনামূল্যে জমিতে জল ছিটানো ও সেচের যন্ত্রাংশ কৃষকদের মধ্যে বিলি করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কৃষি দপ্তর। বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পে হেমতাবাদ কৃষক বাজারে কৃষকদের হাতে এই জল ছিটানোর কৃষি সেচ যন্ত্রাংশ তুলে দিলেন ব্লক কৃষি আধিকারিক যুগল গুরুং। এদিন ব্লকের ষাট জন কৃষকের হাতে এই স্প্রিনকলার সেচ যন্ত্রাংশ তুলে দেওয়া হয়। শুধুমাত্র জি এস টি দিয়ে বহু টাকা মূল্যের যন্ত্রাংশ হাতে পেয়ে খুশী হেমতাবাদ ব্লকের কৃষকেরা।
কৃষকদের বার্ষিক আয় বৃদ্ধি করার লক্ষ্যে এবং কৃষিকাজে কৃষকদের সমৃদ্ধ করতে বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহন করেছে রাজ্যের মা মাটি মানুষের সরকার। এরমধ্যে কৃষক বন্ধু প্রকল্প সাড়া ফেলে দিয়েছে। এর পাশাপাশি কৃষকদের চাষবাসের ক্ষেত্রে বিনামূল্যে যন্ত্রাংশ প্রদান সহ একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে কৃষক দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকার। ” বাংলা কৃষি সেচ যোজনা ” প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমিতে চাষাবাদ করার সুবিধার জন্য জল ছিটানোর ( স্প্রিনকলার) সেচ যন্ত্র প্রদান কর্মসূচি শুরু করেছে রাজ্যের কৃষি দপ্তর। জমিতে সেচের কাজের জন্য জল ছিটানোর যন্ত্রাংশের দাম ১৬ হাজার ৫০০ টাকা হলেও কৃষকদের শুধু জি এস টি বাবদ ১৯২৬ টাকা দিতে হবে। বাদ বাকি সম্পূর্ণটাই বিনামূল্যে দিচ্ছে রাজ্যের কৃষক দরদী সরকার। এদিন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে হেমতাবাদ কৃষক বাজারে ৬০ জন কৃষকের মধ্যে জমিতে জল ছিটানোর সেচ যন্ত্রাংশ প্রদান করা হল।