কোচবিহার :- বিজেপি কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাত ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বিধানসভার বক্সিরহাট থানা অন্তর্গত নাগারখানা এলাকায়।যদিও অগ্নিসংযোগের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সুজিত ঘোষ।
বিজেপি যুব মোর্চার নেতা উত্তম বর্মন অভিযোগ , তিনি তুফানগঞ্জ 2 নং ব্লকের নাগারখানা এলাকায় বিজেপি কর্মী বলেই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তার পানের বাগান আগুন ধরিয়ে দেয় তৃণমূল। তার পরে আবারো গতকাল রাতে নাগরখানা বাজারে বর্তমানে ডেকোরেটার্স এর তার একটি ভাড়া দেওয়া দোকানে, আগুন ধরিয়ে দেয় তৃণমূল এর দুষ্কৃতী। তাতে প্রায় 15 লক্ষ টাকার আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয় বলেই জানান ওই দোকান মালিক। রাতেই অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও বক্সিরহাট থানার পুলিশ। আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও।