বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:- সোমবার সকালে ত্রিপুরেস্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন যুব তৃণমূলের আইকন তথা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । পথে বিজেপি গুন্ডারা পুলিশের উপস্থিতি তে তার গাড়িতে হামলা চালায় । তার গাড়ি ভেঙ্গে দেবারও অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ার যুব তৃণমূলের পক্ষ থেকে ,আলিপুরদুয়ার কলেজ হল্ট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার জেরে , ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও প্রধানমন্ত্রী মোদির পদত্যাগ দাবি করে যুব তৃণমূলের সভাপতি বাবলু কর।