
শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,৩১জুলাই, দক্ষিণ দিনাজপুরঃ-রাতে মদ্যপ অবস্থায় তৃণমুলের কাউন্সিলারের ছেলের দাদাগিরি। অভিযোগ, মদ্যপ অবস্থায় বন্ধুদের সঙ্গে নিয়ে এলাকাবাসীদের বিনা কারণে মারধর করে তৃণমুলের কাউন্সিলারের ছেলে তথা শহর যুব তৃণমুল সভাপতি। শনিবার বিকেলে এলাকার কয়েকশো গ্রামবাসী কাউন্সিলারে ছেলের এমন অন্যায়ের প্রতিবাদ করে তাঁর শাস্তির দাবিতে বাড়ির সামনে দির্ঘ সময় ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।চাঞ্চল্যকর ঘটনটি ঘটছে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের বুনিয়াদপুর শহর এলাকায়। কাউন্সিলারের ছেলের হাতে আক্রান্ত হওয়া বাসিন্দাদের অভিযোগ, এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে কয়েকশো গ্রামবাসী মিলে। অবশেষে পুলিশ ও তৃণমুলের নেতাদের হস্তক্ষেপে ওই তৃণমুল কাউন্সিলারের ছেলে গ্রামবাসীদের হাত ধরে ক্ষমা প্রার্থনা করলে এই যাত্রাই তাঁকে রেহায় দেন গ্রামবাসীরা।যদিও অভিযুক্ত এমন অভিযোগ অস্বীকার করেছেন।পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টা জানি না।তবে এমনটা হয়ে থাকলে খারাপ হয়েছে।এমন ঘটনায় শোরগোল পরেছে জেলাজুড়ে।বুনিয়াদপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের সরাইহাট মালম এলাকার একটি সেতুর কাছে মটোর বাইক নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি যাচ্ছিল রবি সরকার নামে ওই ওয়ার্ডের বাসিন্দা বাড়ি ফিরছিলেন৷অভিযোগ সেই সময় সরাই মালম এলাকার একটি সেতুর কাছে বুনিয়াদপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলার তপতি মন্ডলের ছেলে বুনিয়াদপুর টাউন তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মন্ডল ওরফে তাতাই তাঁকে মটোর বাইক আটকে দিয়ে বলতে থাকে কেন তাঁকে বাইক দিয়ে লাগানো হল।রবি সরকার তখন বলতে থাকেন আমার বাইক আপনার লাগেনি দাদা।

রবি সরকার নামে ওই শহরবাসীর অভিযোগ,এর পরেই কাউন্সিলারের ছেলে ও তাঁর কয়েকজন বন্ধু মিলে মদ্যপ অবস্থায় বিনা কারণে মারধর করতে থাকে। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। মেরে দেব গুলি করে, বোমা মেরে দেব বলতে থাকে তারা বলে অভিযোগ করেন তিনি৷

রবি সরকার রাতে এলাকাবাসীর গিয়ে ওই তৃণমুল কাউন্সিলারের ছেলের দাদাগিরির কথা জানালে গ্রামবাসীরা ক্ষুদ্ধ হন ওই কাউন্সিলারের ছেলের উপরে। শনিবার বিকেলে রবি সরকারের কয়েকশো প্রতিবেশীরা এসে বুনিয়াদপুর শহর এলাকার ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপতি মন্ডলের বাড়ির সামনে বিক্ষোভদেখাতে থাকে । অভিযুক্ত কাউন্সিলারের ছেলে তথা বুনিয়াদপুর টাউন তৃনমুল ছাত্র পরিষদের

সভাপতির সায়ন্তন মন্ডল ওরফে তাতাই এর শাস্তির দাবিতে।
আক্রান্তের আত্মীয় কাঞ্চন সরকার ও এক এলাকাবাসী অভিযোগ করে বলেন, কাউন্সিলারের ছেলে তথা বুনিয়াদপুর টাউন তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মন্ডল তথা তাতাই এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বন্ধু বান্ধব নিয়ে এলাকার মানুষজনদের উপর মদ খেয়ে এমন ঘটনা মেনে নিতে পারিনি বলেই তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। তাঁর শাস্তির দাবি জানাই।
বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন জানিয়েছেন বিষয়টা জানি না, তবেএমনটা হয়ে থাকলে খারাপ হয়েছে।
এমন ঘটনার খবর পাবার পরে সেখানে বংশীহারী থানার আইসি মনোজিত সরকার সহ বিরটি পুলিশ বাহিনী সেখানে ছুটে যান।তৃণমুল নেতা সুরোজিৎ ঘোষ ছুটে গিয়ে গ্রামবাসীদের বুঝাতে থাকেন৷
পরে অভিযুক্ত কাউন্সিলারের ছেলে তথা বুনিয়াদপুর টাউন তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মন্ডল শহরবাসীর হাত ধরে ক্ষমা প্রার্থনা করলে তাঁকে রেহায় দেন গ্রামবাসীরা।
যদিও সায়ন্তন মন্ডল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন তিনি এমন কোন বিষয় করেননি। তাঁরা ভুল বুঝেছেন মাত্র। সবই মিটে গেছে। এমন ঘটনায় শোরগোল পরেছে এলাকা জুড়ে।
 
                





















