নামখোলায় ধ্বসে নিখোঁজ দুই,মৃত এক।১০ নম্বর জাতীয় সড়ক কালিম্পং এবং সিকিমের লাইফলাইন বলে পরিচিত।

0
323

শিলিগুড়ি:-নামখোলায় ধ্বসে নিখোঁজ দুই,মৃত এক।১০ নম্বর জাতীয় সড়ক কালিম্পং এবং সিকিমের লাইফলাইন বলে পরিচিত।বৃহস্পতিবার রাতভর বৃষ্টি চলেছে পাহাড়ে।এর জেরে ২৯ মাইল এলাকার ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে।এতে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।জাতীয় সড়কে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি।ধস সরানোর চেষ্টা করছে পূর্ত দপ্তর।অন্যদিকে সেবক রংপো রেললাইনে নাইট শিফটে কাজ চলছিল সে সময় ধ্বস নামে নামখোলায়।প্রশাসন সুত্রে জানা গিয়েছে,নামখোলায় রাত দুটো নাগাদ চারজন শ্রমিক কাজ করছিল সে সময় ধ্বস নামে।চারজন শ্রমিক ধ্বসের কবলে পড়ে।তারমধ্যে একজনকে রাতের উদ্ধার করে সিংতাম হাসপাতালে ভর্তি করানো হয়।একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here