দীপঙ্কর দে চোপড়া, ৩০ জুলাই : ভ্যাকসিনের দাবীতে চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাসিন্দাদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। গত তিন চার দিন ধরে ভ্যাকসিনের জন্য হন্যে হয়ে স্বাস্থ্যকেন্দ্রের চক্কর কাটছে বলে অভিযোগ বাসিন্দাদের।

এদিনও সকাল থেকে আনুমানিক এক হাজার মানুষ ভ্যাকসিনের জন্য দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জড়ো হয়। দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর ভ্যাকসিনের কোনও খবর না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা। দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে ভ্যাকসিন দেবে না ভ্যাকসিন নেই সেবিষয়ে কোনওকিছু জানতে না পেরে জাতীয় সড়ক অবরোধ করে বাসিন্দারা। ভ্যাকসিনের দাবী পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ উঠবে না বলে বাসিন্দারা জানিয়েছেন।