জল বোঝাই গাড়িতে চাপা পড়ে মৃত এক বাইক চালক,মালদহের চাঁচোলের রানীকামাত এলাকার ঘটনা

0
545

চাঁচল,৩০ জুলাই:-জল বোঝায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টে চাপা পড়ে মৃত্যু হলো এক বাইক চালকের । শুক্রবার দুপুরে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোলের ৮১ নং জাতীয় সড়কের রানীকামাত এলাকায়। মৃত ওই ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জয়ন্ত পান্ডে (৪০) বাড়ি চাঁচোলের পাহাড়পুর এলাকায়। পেশাই একটি ইট ভাটায় কর্মরত ছিলেন ওই ব্যক্তি। এদিন সকালে চাঁচোলের রানীকামা এলাকা থেকে ফিরছিলেন তিনি হঠাৎই সেই রাস্তা দিয়ে একটি জল বোঝাই চলন্ত পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক চালকের উপর উল্টে যায়। পিকআপভ্যানের গাড়িতে চাপা পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রা দেখতে পেয়ে ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি করে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী প্রশান্ত দাস জানান, ওই পথ দিয়ে আসছিলাম হঠাৎ দিকে একটি পিকআপ ভ্যান পাল্টি খেয়ে পড়ে রয়েছে তার নিচে আটকে রয়েছেন এক যুবক। তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি কিন্তু হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে জয়ন্ত বাবুর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। যুবকের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ওই পিকআপভ্যান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here