পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ জুলাই— স্টেশনে টোটো পার্কিং এর স্থান পরিবর্তন নিয়ে চালকদের সাথে বাদানুবাদ আরপিএফ ও জিআরপির। নিজেদের দাবি আদায় করতে যাত্রী পরিবহন বন্ধ রেখে প্রতিবাদ বালুরঘাট রেল স্টেশন চত্বরে। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট রেলস্টেশনে। আর যাকে ঘিরে চরম সমস্যায় পড়েন রেলযাত্রীরা। টোটো চালকদের অভিযোগ , দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে থাকা তাদের টোটো স্ট্যান্ডে অটো দাড় করিয়ে দেওয়া হয়। যারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখিয়েছেন। যদিও স্টেশন কতৃপক্ষের দাবি, রেলস্টেশন চত্বরে যানজট ও দুর্ঘটনা এড়াতে স্থান পরিবর্তন করা হয়েছে টোটো স্ট্যান্ডের।

টোটো চালক বীজন সরকার বলেন, দীর্ঘ বছর ধরে স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার বা দিকে টোটো রেখে যাত্রী আনা নেওয়া করতেন তারা। কিন্তু হঠাৎ করে তাদের স্থানে অটো দাঁড় করিয়ে দিয়েছে রেল পুলিশ। এমন ঘটনার প্রতিবাদ করেছেন টোটো চালকরা।

যাত্রী গার্গী ঘোষ ও পিঙ্কি মজুমদাররা জানিয়েছেন, টোটো না থাকলে তাদের ভীষণ অসুবিধা হবে। কলকাতা সহ অন্যান্য জায়গা থেকে এসে টোটো না পাওয়ায় বাড়ি পৌঁছাতে অনেকটা দূরে হেঁটে যেতে হচ্ছে।