শীতল চক্রবর্তী তপন 28জুলাই দক্ষিণ দিনাজপুর:-একটি এলাকার বাড়ির সামনে থেকে টোটো চুরি করে নিয়ে গেল চোর, পরিবর্তে রেখে গেল মোটরবাইক।মঙ্গলবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দূর্গাপুর এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সরিফুল মন্ডল দীর্ঘদিন ধরে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে শেষে সন্ধ্যায় টোটো এনে রেখেছিলেন বাড়ির সামনে।অভিযোগ, রাতের অন্ধকারে টোটোটি চুরি করে নিয়ে যায় চোরেরা। সেই জায়গায় রেখে যায় একটি মোটরবাইক।মঙ্গলবার রাতে বিষয়টি নজরে আসতেই চক্ষু চড়কগাছ হয় টোটো মালিকের।খবর দেওয়া হয় তপন থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মোটরবাইকটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।