চাঁচল:-মরা মানুষের একাউন্টে ঢুকছে একশো দিনের কাজের বিল,সরব তৃণমূল,কাঠগড়ায় সুপারভাইজার ও কংগ্রেস মেম্বার
জীবিতদের পাশাপাশি মৃত ব্যক্তির একাউন্টে ঢুকছে সরকারি প্রকল্পের টাকা কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগের তীর মালদার চাঁচোল ১ নং ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দা পুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে। এনিয়ে বিডিও ও মহকুমা শাসকের কাছে কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ অন্যান্য গ্রামবাসীরা। যদি অভিযোগ অস্বীকার করেছেন সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্য।

জানা গিয়েছে, চাঁচোল ১ নং ব্লকের মহানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের১০০ দিনের প্রকল্পের মাধ্যমে হারিয়ান ব্রিজ থেকে ভগবানপুর পর্যন্ত ক্যানেল সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু সেই ক্যানেল সংস্কারের কাজে আর্থিক তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। ভুয়ো মাস্টাররোল দেখিয়ে মৃত ব্যক্তির একাউন্টে টাকা ঢুকাচ্ছে সুপারভাইজার গণেশ রবিদাস ও ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্যা মঞ্জুরা বিবি। বিষয়টি জানতে পেরে চাচোল 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বুধা আলী।
তৃণমূলের বুথ সভাপতি তথা স্থানীয় বাসিন্দা বুধা আলী অভিযোগ করে বলেন, 100 দিনের কাজ প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছেন সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্য। ভুয়ো মাস্টাররোল দেখিয়ে জীবিতদের পাশাপাশি মৃত ব্যক্তির একাউন্টে টাকা ঢুকাচ্ছে সুপারভাইজার।আমরা এ নিয়ে বিডিও এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা চাই এই দুর্নীতি বন্ধ হোক ওদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

যদিও এই সমস্ত রকম অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন সুপারভাইজার গণেশ রবিদাস ও পঞ্চায়েত সদস্য মনজুরা বিবি। তারা বলেন, যারা কাজ করেছে তাদের একাউন্টে টাকা ঢোকানো হয়েছে। আমরা যেহেতু কংগ্রেস করি তাই আমাদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।

এ ব্যাপারে চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখছি।
দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন যদি এ নিয়ে কোনো ব্যবস্থা না নিলে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হবেন তৃণমূলের বুথ সভাপতি।