কোচবিহার :-উচ্চ মাধ্যমিকে নাম্বার বাড়ানোর দাবিতে দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুলের ছাত্র ছাত্রীরা বুধবার স্কুল গেটের সামনে দিনহাটা থেকে গিতালদাহা যাওয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শামিল হয়েছে ।ছাত্র ছাত্রীদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক তাদের যা নম্বর দেওয়া হয়েছে সেটা অনেকটা কম ।যায় ফলে তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তেরি হচ্ছে ।বিষয়টি বিদ্যালয় প্রধান শিক্ষক তাদের খাতা রিভিউ করার কথা বলার পর কোন কথা শুনছে অভিযোগ ।যায় ফলে এদিন তারা পথ অবরোধ শামিল হন ।পথ অবরোধ কারনে দিনহাটা থেকে গিতালদাহ যাওয়ায় রাজ্য সড়ক জাম লেগে সাধারন মানুষ সমস্যা সম্মুখীন হয় । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে । ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান । প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসেই অবরোধ তুলে নেন ছাত্র-ছাত্রীরা ।
Home বাংলা উত্তর বাংলা উচ্চ মাধ্যমিকে নাম্বার বাড়ানোর দাবিতে দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুলের ছাত্র...