পিন্টু কুন্ডু , তপন , ২৭ জুলাই: শ্বশুরবাড়িতে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জামাইয়ের। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হরসুরা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রোহিত মুর্মু(২৩)। বাড়ি মালদা জেলার হব্বিপুর থানার বজরুখানপুর এলাকায়। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হরসুরা এলাকায় শ্বশুরবাড়িতে ফ্যান ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রোহিত মুর্মু। বিষয়টি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এদিন দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতর আত্মীয় জাহেন মুরমু বলেন, ফ্যান ঠিক করার সময় ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয়েছে।