পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৬ জুলাই––– সর্পাঘাতে এক মহিলার মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লস্করহাটের বুনাইল গ্রামের ঘটনা । পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মায়া সরকার দাস (৪৭) । জানাগেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠোন ঝাড় দেওয়ার সময় সাপ কামড় দেয় ওই মহিলাকে । প্রথমে তিনি বিষয়টি বুঝতে না পারলেও ঘন্টা খানেক পর মহিলা বুঝতে পারেন বিষাক্ত কিছু কামড়েছে । অসহ্য যন্ত্রণা হওয়ায় তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন । সেখানেই মৃত্যু হয় তার ।

মহিলার জামাই বিমান গোস্বামী জানিয়েছেন, উঠোন ঝাড় দেওয়ার সময় সাপে কামড় দিলেও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি । যে কারণেই হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়েছে ।