শীতল চক্রবর্তী তপন ,25 জুলাই দক্ষিণ দিনাজপুর:-বাজারে ক্রমশ পাটের দাম কমায় লোকসানের আশঙ্কা করছেন তপন ব্লকের পাট চাষিরা।
চাষিদের অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রতিদিন ক্রমশ পাটের দাম কমছে। তাতে চাষিদের ফসল বাজারে বিক্রির যোগ্য করে তুলতে তুলতে আরও দাম কমে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।
জানা যায়, তপন ব্লক মূলত গ্রামীণ এলাকা হওয়ায় ব্লকের প্রতিটি অঞ্চলেই বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রতিবছরই পাট চাষ করে থাকেন চাষিরা।

সেইমতো এবছরেও ব্লকের বহু চাষি পাট চাষ করেছেন।
তবে চাষিদের অভিযোগ, গত এক সপ্তাহে পাটের দাম অনেকটাই কমে গিয়েছে বাজারে।
যেখানে সপ্তাহখানেক আগে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল আট হাজার দুশো টাকা সেখানে সপ্তাহখানেক এর মধ্যে দাম কমে দাঁড়িয়েছে সাত হাজার তিনশো টাকা।
চাষিরা আশঙ্কা করছেন এভাবে দাম কমতে থাকলে লোকসানের মুখে পড়তে হবে তাদের।
এদিকে অন্যান্য বছরের তুলনায় এবছর পাট চাষ করতে গিয়ে অতিরিক্ত দাম দিয়ে রাসায়নিক সার ও কীটনাশক কিনতে হয়েছে চাষিদের। পাশাপাশি শ্রমিকের মজুরিও এবছর যথেষ্ট বেশি বলেও জানিয়েছেন চাষিরা।

তাই উৎপাদন ব্যয়ও হয়েছে বেশি।
এমতাবস্থায় পাটের বাজার স্থিতিশীল না হলে লোকসানের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন চাষিরা।
এ বিষয়ে তপন ব্লকের দারাল হাট এলাকার এক পাট চাষি জানিয়েছেন।