শীতল চক্রবর্তী তপন 24জুলাই দক্ষিণ দিনাজপুর:-করোনা কালে স্মারকলিপি জমা দেবার পরদিনই শর্ত সাপেক্ষ ফ্রি মকুবের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলেজ কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নাথানিয়েল মুর্মু মেমোরিয়াল কলেজ ঘটনা। শনিবার দুপুরে কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে শর্ত সাপেক্ষ ফি মকুবের কথা জানানো হয়েছে।এতে খুশি হয়েছেন ছাত্র ছাত্রীরা। কলেজের এমন সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। শুক্রবারই দুপুরে করোনা কালে কলেজে ছাত্র ছাত্রীদের ফি মকুবের দাবিতে তপন নাথানিয়েল মুর্মু মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ মহেন্দ্র বিশ্বাসের নিকট স্মারকলিপি জমা করেছিল তপন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র ছাত্রীরা। এরপরই শনিবার দুপুরে কলেজের তরফে বিজ্ঞপ্তি জারি করে ফি মকুবের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।মূলত তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য শর্ত সাপেক্ষ ফি মকুবের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সেখানে জানানো হয়েছে যে, কলেজের তরফে স্নাতক তৃতীয় বর্ষে পাঠরত অত্যন্ত দুস্থ যেসকল ছাত্র-ছাত্রী কোনো রকম স্কলারশিপ বা স্টাইপেন্ড বা অন্যকোনো সরকারী আর্থিক সুযোগসুবিধা পায়নি তাদের বার্ষিক টিউশন ফি থেকে একটা অংশ মুকুব করা হবে। ছাত্র-ছাত্রীদের টিউশন ফ্রি অর্ধেক সরকারকে প্রদান করার পর অবশিষ্ট অর্থের মধ্যে হয় সম্পূর্ণ অথবা তার অর্ধেক মুকুব করা হবে। অর্থাৎ স্নাতক সাধারণ বিভাগের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি বাবদ কলেজকে মোট দেওয়া অর্থ ৬০০/- টাকা। তারমধ্যে যে ৩০০/- টাকা কলেজের পঠনপাঠন বাবদ খরচ করা হয় সেই ৩০০/- টাকার মধ্যে হয় সম্পূর্ণ অথবা তার অর্ধেক ১৫০/- টাকা মুকুব করা হবে। সাম্মানিকের ক্ষেত্রেও হিসাবটা একই রকমের থাকবে। কে বা কারা এই সুবিধা পাবে এবং কতটাকা মুকুবের সুবিধা পাবে সেটা এই মর্মে কলেজে গঠিত কমিটি বিচার বিবেচনা করার পর ঠিক করবে।কোনো ছাত্র-ছাত্রী যদি কোনো স্কলারশিপ বা স্টাইপেণ্ড বা অন্যকোনো সরকারী আর্থিক সুযোগসুবিধা পেয়ে থাকে তাহলে তারা টিউশন ফি মুকুবের সুবিধা পাবে না বলে জানানো হয় কলেজের তরফে। টিউশন ফি মুকুবের সুবিধার জন্য একটি লিখিত আবেদনপত্র কলেজে জমা দিতে হবে এবং জমাদেওয়ার প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। ওই প্রমাণপত্র যত্নকরে রাখতে হবে। সঙ্গে দিতে হবে। স্কলারশিপ বা স্টাইপেন্ড বা অন্যকোনো সরকারী আর্থিক সুযোগসুবিধা পাইনি- এই মর্মে একটি অঙ্গীকারপত্র কলেজে জমা করতে হবে ।টিউশন ফি মুক কেবলমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরাই টিউশন ফি মুকুবের সুবিধা পাবে।কলেজে এই মর্মে গঠিত কমিটি আবেদনপত্র খতিয়ে দেখে টিউশন ফি মুকুবের সিদ্ধান্ত নেবে।তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের নেতা ইমরান সরকার জানিয়েছেন, আমরাই দাবি রেখেছিলাম ছাত্র-ছাত্রীদের জন্য টিউশন ফি মুকুব করার আমাদের দাবি পূরণ হয়েছে খুশি হলাম।

তপন নাথানিয়েল মুর্মু মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ মহেন্দ্র বিশ্বাস জানিয়েছেন, করোনার সময়ে ছাত্র-ছাত্রীদের সমস্যার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা রাখছি ছাত্র-ছাত্রীদের অনেক ক্ষেত্রেই উপকৃত হবে।তপনের এই কলেজটি এমন সিদ্ধান্ত নেওয়ায় সকলে সাধুবাদ জানিয়েছেন।