কাফ সিরাপ ও নিষিদ্ধ ওষুধ সহ দু’জনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ।

0
406

শিলিগুড়ি:-কাফ সিরাপ ও নিষিদ্ধ ওষুধ সহ দু’জনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ।গোপন সুত্রের খবরের ভিত্তিতে,শুক্রবার রাতে শিলিগুড়ির প্রধাননগরের সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট বাস টার্মিনাসের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।ধৃতরা হল নিকোলাস তামাং,ক্রিস্টাল ছেত্রী।পুলিশ সুত্রে জানা গিয়েছে,স্কুটারে করে এসএনটি বাস টার্মিনাসের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দু’জন।

সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে।তল্লাশি চালাতেই স্কুটারে সিটের নীচ থেকে ১৬ বোতল কাফ সিরাপ এবং ৩০টি নেশার ক্যাপসুল উদ্ধার হয়।নিকোলাসের বিরুদ্ধে এর আগেও শিলিগুড়ি থানায় একটি মামলা রয়েছে।ঘটনার তদন্ত করছে পুলিশ।অন্যদিকে শিলিগুড়ির পঞ্চানন কলোনিতে অভিযান চালিয়ে ১৬লিটার অবৈধ ভাবে মদ মজুত রাখার অভিযোগে দীলিপ শর্মা নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে,দিলিপ দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রি করত।ধৃত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here