চার বছরেও শেষ হয়নি রবীন্দ্র ভবন সংস্কারের কাজ, পরিদর্শনে এসে মেজাজ হারালেন জেলা শাসক। দ্রুত কাজ শেষ করার আশ্বাস আয়েষা রানীর

0
573

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ জুলাই— ‌
চার বছরেও সম্পন্ন হয়নি বালুরঘাট রবীন্দ্র ভবন সংস্কারের কাজ। পরিদর্শন করতে এসে মেজাজ হারালেন জেলা শাসক। শুক্রবার এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে সরকারি মহলে। দ্রুততার সাথে কাজ সম্পন্ন করে পুর্ত দপ্তরের কর্মকর্তাদের ভবন খুলে দেওয়ার নির্দেশ জেলা শাসক আয়েশা রানীর।    
  এদিন দুপুরে জেলা তথ্য ও তথ্য সাংস্কৃতিক আধিকারিক শান্তনু চক্রবর্তীকে সঙ্গে নিয়ে রবীন্দ্র ভবনের কাজ খতিয়ে দেখেন জেলা শাসক আয়েষা রানী। যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্তদপ্তরের বিভিন্ন আধিকারিকরাও।  অভিযোগ, দীর্ঘ প্রায় চারবছর ধরে অপরিকল্পিত ভাবে সংস্কারের কাজ চলায় আজো পরিপুর্নতা পায়নি  রবীন্দ্র ভবন। ৪৫০ টি আসন বিশিষ্ট ওই ভবনের ভেতরে অবৈজ্ঞানিক উপায়ে আটটি পিলার তোলা নিয়ে এদিন জেলাশাসকের কড়া প্রশ্নের মুখে পড়েছেন পুর্ত দপ্তরের কর্মকর্তারা।

    জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, ২০১৮ সালে রবীন্দ্র ভবনকে আধুনিক রূপ দিতে প্রায় ৫ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শুরু হয় সংস্কারের কাজ। দীর্ঘ চার বছর ধরে সেই ভবনের কাজ চললেও আজো পায়নি তার পরিপুর্নতা। অপরিকল্পিত উপায়ে সেই কাজ চলতে থাকায় দীর্ঘদিন  বন্ধও হয়ে থাকে। জেলায় এসেই বিষয়টির উপর গুরুত্ব দেন জেলাশাসক আয়েষা রানী। ২১শে জুন পিডাব্লুডির আধিকারিকদের নিয়ে এব্যাপারে একটি জরুরী বৈঠকও সারেন জেলা শাসক। আর তারপরেই এদিন আচমকা রবীন্দ্রভবন পরিদর্শনে আসেন জেলাশাসক। সম্পুর্ন  কাজ শেষ না হওয়ার পাশাপাশি অপরিকল্পিত উপায়ে সংস্কার চলতে থাকায় এদিন জেলা শাসক কিছুটা ধমকের সুরে পূর্তদপ্তরের আধিকারিকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

     জেলা শাসক আয়েশা রানী বলেন, কাজ ফেলে রাখা যাবে না। দ্রুততার সাথে কাজ শেষ করে ভবন খুলে দিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ভেতরে পিলারগুলির জন্য রবীন্দ্রভবনের আসন সংখ্যা কমে যাবে। সেটা যাতে না হয় সেদিকটাও নজর দিতে বলা হয়েছে।

   নাট্যকর্মী ইন্দ্রনীল দাস জানিয়েছেন, সংস্কারের নামে বছরের পর বছর অকেজো হয়ে পড়ে আছে রবীন্দ্র ভবন। দ্রুত কাজ শেষ করলে সংস্কৃতির শহরের মানুষদের অনেক সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here