শীতল চক্রবর্তী তপন 23 জুলাই দক্ষিণ দিনাজপুর:-ঈদ উপলক্ষে তপনের মান্দাপাড়ায় আয়োজিত হল ৮ দলীয় একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার বিকেলে তপন ব্লকের ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের মান্দাপাড়া বারোবিঘা ময়দানে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, মান্দাপাড়া আমরা ‘ক’ জন এর পরিচালনায় ইদোজ্জোহা উপলক্ষে এদিনের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আটটি দল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরও জানা যায়, এদিন ফাইনাল খেলা হয় মাগুর পুর বাঁশতলা এবং জামাইপাড়া টিমের মধ্যে। যাদের মধ্যে বিজয়ী হয় মাগুরপুর বাঁশতলা এবং রানার্স দল হয় জামাই পাড়া।
বিজয়ী এবং রানার্স দলকে খেলা শেষে পুরস্কৃত করা হয় টুর্নামেন্ট আয়োজকদের তরফে।