বন্দুক উঁচিয়ে প্রকাশ্যে তোলাবাজি করার অভিযোগ বালুরঘাটে, ব্যবসায়ীর বুদ্ধিমত্তায় দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২ জুলাই––– বন্দুক উঁচিয়ে প্রকাশ্য দিবালোকে তোলাবাজি করার অভিযোগ, ব্যবসায়ীর বুদ্ধিমত্তায় হাতেনাতে পাকড়াও দুই যুবক । বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের খাদিমপুর বটতলা এলাকায়। পুলিশ জানিয়েছে , এদিন সকালে শহরের বঙ্গি এলাকার মিষ্টি ব্যবসায়ী জ্যাকি দাসের দোকানে চড়াও হয় অভিজিৎ মালী ও জয়ন্ত দেবনাথ নামে ওই দুই যুবক। বন্দুক উঁচিয়ে হুমকিও দেওয়া হয় ওই ব্যবসায়ীকে বলেও অভিযোগ। টাকা না পেয়ে দোকান ভাঙচুর ও প্রতিবেশী ব্যবসায়ীদের হুমকি দেয় ওই দুই যুবক। বিকেলে ফের ওই মিষ্টির দোকানে আসে দুই যুবক টাকার দাবি নিয়ে। ভেতরে ঢুকতেই ব্যবসায়ী কিছুটা নিজস্ব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দোকানের শাটার নামিয়ে তাদের আটকে রাখে। খবর দেওয়া হয় বালুরঘাট থানায় । পুলিশ পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে । ব্যবসায়ী জ্যাকি দাস বলেন, সকাল থেকেই পিস্তল নিয়ে ঘুরছিল ওই দুই যুবক। বিকেলে ফের তারা এসে টাকা দাবি করতেই দোকানের সাটার নামিয়ে আটকে রেখে পুলিশকে খবর দিয়েছেন।

যদিও অভিযুক্তর মা জানিয়েছেন, এধরণের কাজের সাথে তারা যুক্ত নয়। মদ খেয়ে কিছুটা মাতলামি করে তার ছেলে।
যদিও বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবককে পাকড়াও করে ঘটনার তদন্তে নামা হয়েছে।