পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২০ জুলাই––– চোরের উপদ্রবে তিতবিরক্ত গ্রামবাসীরা পুলিশের উপর আস্থা হারিয়ে আইন তুলে নিল হাতে। চোর সন্দেহে পাকড়াও করা তিন যুবককে গাছে বেধে পেটানোর অভিযোগ উত্তেজিত বাসিন্দাদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ডাঙারহাটের ঝাড়াপাড়া এলাকায়।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল জেলাজুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত বেশকিছু দিন ধরে নেশা আসক্ত সমাজবিরোধীদের উপদ্রপ বেড়েছে কুমারগঞ্জের সমজিয়া ও রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তৃর্ন এলাকায়। ঘটনা নিয়ে পুলিশকে বারবার জানিয়েও কোন সুফল পাননি বলে অভিযোগ বাসিন্দাদের।আর এরপরেই সোমবার পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় উপর আস্থা হারিয়ে আইন হাতে তুলে নেন গ্রামের বাসিন্দারা ।

চুরির অপরাধে হাতেনাতে পাকড়াও করা তিন যুবককে গাছে বেধে রেখে গণপ্রহার দেয় উত্তেজিত জনতা । মারধরের সেই ভিডিও ভাইরাল হতেই ধৃতদের উদ্ধার করে কুমারগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ । যাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।
যদিও কুমারগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন, এনিয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।